সমুদ্র কখনো যাচে না বৃষ্টি বারি
বিস্তীর্ণ জলধি নিয়ে সে বড় অহংকারী।
পোতাশ্রয়ে তার ভীড় করে কত নাবিক!
একাকী নয়, তাই সে এতো নির্ভীক।
জনপদ চেয়ে থাকে সমুদ্র বিবরে,
তাকে দরকার জীবনের যোগাড়ে।
কত কত জীবন হারায় সমুদ্র মন্থনে!
সে খবর কি সমুদ্র জানে?
সুলতানা বেগম | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ