বাঁশখালীতে লেডিস ওয়েলফেয়ার ক্লাবের প্র্রীতি ক্রিকেট ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ক্রিকেট খেলা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গত সোমবার সকালে বানীগ্রাম সাধনপুর ইউনিয়ন চানপাহাড় মডেল মাঠে বেলুন উড়িয়ে প্রীতি ক্রিকেট খেলা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব ও চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তানজিয়া রহমান। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাউদ্দিন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, গার্লস ক্রিকেট ক্লাবের পরিচালক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন বাংলাদেশ সরকার ক্রীড়ান্নোয়নের অংশ হিসেবে দেশব্যাপি ইউনিয়ন ভিত্তিক মডেল মাঠ নির্মাণ করার পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামে অধিকাংশ মাঠ নির্মাণ শেষ হয়েছে। এই মাঠগুলোকে নার্সিং করা, খেলার উপযোগী পরিবেশ রাখার দায়িত্ব স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যানদের। অনুষ্ঠানে বাঁশখালী বালিকা ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের হাতে লেডিস ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয় এবং খেলাধুলায় এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে আরো সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্টার ক্লাব এবার হারলো শতদলের কাছে
পরবর্তী নিবন্ধবন্দরের এবারের শিকার ইস্পাহানি