কনফিডেন্স সিমেন্ট সিজেকেএস প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুভসূচনা করেছে শতদল ক্লাব। গতকাল সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে প্রথম লিগ ম্যাচে শতদল ক্লাব ৪ উইকেটে স্টার ক্লাবকে পরাজিত করে। স্টার ক্লাব এর আগে শতদল জুনিয়রের কাছে ২ উইকেটে হেরেছিল।
গতকাল টসে জিতে স্টার ক্লাব আগে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৮ রান। দলের পক্ষে রবিউল হাসান ৪৫, মাহবুবুর রহমান ৩২ ও রুবায়েত রিদওয়ান ৩০ রান করেন। ১৯ রান করে সংগ্রহ করেন তানভীর হাসান অনিক এবং কায়কোবাদ মিহাল। শতদলের পক্ষে তাহজিব আলম ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান ইমতিয়াজ সুলতান।
জবাবে শতদল ক্লাব ২৮.৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৮২ রান সংগ্রহ করে। ওয়ান ডাউন ব্যাটার সাজিদ হাসান মাত্র ৬১ বলে অর্ধ ডজন ছক্কা ও ১০টি চারের সাহায্যে ৯৭ রান করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। এছাড়া জাবের হোসেন ২৩, মারুফুল আলম ১২ এবং মিজানুর রহমান ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ১৬। স্টার ক্লাবের পক্ষে কায়কোবাদ মিহাল ২টি উইকেট নেন।
আজকের খেলা : কোয়ালিটি বনাম সিটি কর্পোরেশ গ্রিণ।











