ট্রাকের নির্বাচন করতে করতে আমার নামও ট্রাক হয়ে গেছে

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ কিছুদিন আগে ভিডিওতে এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন নায়িকা। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। একমাত্র সন্তানকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা। সমপ্রতি ময়মনসিংহ ভালুকাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। খবর বাংলানিউজের।

অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী বলেছেন, ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। দীর্ঘদিন পর ওই অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করতে দেখা গেছে মাহিকে। মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার? কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন, আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।

এরপর মাহিয়া মাহি বলেন, ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য। গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করেছিলেন মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়ে আসছেন আশা ভোঁসলের নাতনি
পরবর্তী নিবন্ধকলকাতায় কনসার্টে ‘মেঘদল’