কেন্দ্রীয় তপোবন আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার অন্তর্গত, দোহাজারী পৌরসভার, দেবকুলস্থ কেন্দ্রীয় তপোবন আশ্রমে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৯মার্চ থেকে ১১ মার্চ নানা মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তপোবন শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সুরেশ্বরাঞ্জলী’। প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, স্বামী রণনাথ ব্রহ্মচারী মহারাজ, লেখক যোগেশ্বর চৌধুরী, দোহাজারীর পৌর প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা রাজু, প্রকৌশলী নয়ন কুমার দাশ। তপোবন আশ্রমাধ্যক্ষ শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ধর্মসভা শুরু হয়। কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি খোকন দাশ (বাচ্চু)’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী অসিত দত্ত। ধর্মসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় তপোবন আশ্রম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাশগুপ্ত, সহঃ সাংগঠনিক সম্পাদক সু্‌ব্রত দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোনেক্স ধর, তপোবন আশ্রম চরবাটা শাখার উপদেষ্টা নিত্যলাল দাশ প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধ‘শত্রুতার আগুনে’ পুড়ল ধারে কেনা ১১টি গরু
পরবর্তী নিবন্ধসিএসইতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান