সাতকানিয়ায় আগুন লেগে ১৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনী নয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আনোয়ারা এবং রাঙ্গুনিয়ায়ও পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, তেমুহনী নয়া বাড়ি এলাকার মোঃ আবু ইউসুফের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় পার্শ্ববর্তী আহমদ শফি, মোঃ হারুন, মাহমুদুল হক, মোঃ লোকমান, মোঃ ইব্রাহিম, জসীম উদ্দিন, আবু তাহের, ফজল করিম, মোজাম্মেল হক, দেলোয়ার হোসেন, আবু তৈয়ব ও শহীদুল ইসলামের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। আবু ইউসুফের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগে ১৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আনোয়ারায় পৃথক দুইটি অগ্নিকাণ্ড : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডে দুই সহোদরের বসতঘর, গবাদি পশু ও একটি দোকান পুড়ে গেছে। ম গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের সমিতি পুকুরপাড় এলাকায় স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার দাস (৫৫) ও অনিল কুমার দাসের (৬০) বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অনিল কুমারের ৪ টি ছাগলও দগ্ধ হয়ে মারা যায়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাঙ্গুনিয়ায় পুড়ল বসতঘরের ৪ কক্ষ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘরের ৪ কক্ষ পুড়ে গেছে। সোমবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রশিদিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।