এম মনজুর আলমের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ : পবিত্র রমজানেও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে গতকাল নগরীর ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১৩, ১৬, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে ১২ হাজার দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন। সমাজ সেবক মোহাম্মদ সরোয়ার আলম পিতার পক্ষে এ সকল ইফতার সামগ্রী বিতরণ করেন।এ সময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হারুন উর রশিদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার রোজীসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোহরা ফাউন্ডেশন : নগরীর আগ্রাবাদে জোহরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১১ মার্চ সকালে আগ্রাবাদস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আকসার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন ২৪ নং উত্তর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। মো. সোহেলের পরিচালনায় এতে অতিথি ছিলেন আবদুস সামাদ, প্রফেসর আবদুল বারেক, শওকত আলী, মাঈনুল হক সাগর, আবদুল হক মজুমদার, মো. শামসুদ্দীন, চেমন আরা, মফিজ আলম, আশরাফ উদ্দীন, দিদারুল আলম তুষার প্রমুখ।
শুলকবহর ওয়ার্ড : গত রবিবার বিকালে ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলমের উদ্যোগে ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ মাঠে প্রায় ১০০০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, ওয়ার্ডে মোট ৭০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। যা ধারাবাহিকভাবে বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী, আমির হোসেন খান, আবু বক্কর চৌধুরী, নুরুল আলম চৌধুরী, নুর ইসলাম লেদু, ইদ্রিস মিয়া, আব্দুর রব সোহেল, মনির হোসেন খোকা, আল মাসুদ চৌধুরী হিরু, কবির আহমদ প্রমুখ।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট : রমজান উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে মাসব্যাপী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ভাসমান লোকজন, দরিদ্র, প্রতিবন্ধী, নিরাপত্তা প্রহরী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার যুব প্রধান কৃষ্ণ দাশ, অভিষেক চৌধুরী, মো. আরিফুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকরা।
পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা : পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করেছে মিরসরাইয়ের অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। গত সোমবার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, জয়পুর পূর্বজোয়ার ও দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামের ১২০টি দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সদস্যরা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল; ছোলা দুই কেজি, চিনি এক কেজি, সয়াবিন তেল এক লিটার, খেসারির ডাল এক কেজি, পেয়াজ দুই কেজি, মুড়ি এক কেজি, খেজুর আধা কেজি, আলু তিন কেজি, লবণ এক কেজি, চিড়া এক কেজি ও সেমাই তিন প্যাকেট। সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণের সার্বিক কাজ সমন্বয় করেছেন সংস্থার সহসভাপতি নাজিম উদ্দিন রিপন, মিজানুর রহমান মাসুক ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ঈশাণ। সুষ্ঠভাবে প্যাকিং ও বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন সংস্থার সহ–সাধারণ সম্পাদক মতিউর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, দপ্তর সম্পাদক মারিফুল ইসলাম মুহিন, সহক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাকিব, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম হৃদয়, জিয়া উদ্দিন রিগান, আতিকুল ইসলাম. শাখাওয়াত হোসেন, শরীফুল ইসলাম, সাজিদ হোসেন, মেহেদী হাসান, তরিকুল ইসলাম, মোহাম্মদ সাঈম, বাপ্পী ও বাদশাসহ সদস্যবৃন্দ।
গাউসিয়া কমিটি : পটিয়ার কোলাগাঁও তৈয়্যবিয়া বাসেতিয়া অদুদিয়া মাদরাসায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ৪ নং কোলাগাঁও ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় এলাকার দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আলী আবসার ও সঞ্চালনা করেন মাওলানা সাকিব কাদেরী। সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মহিউদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু জাফর সাদেক এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী। বক্তব্য রাখেন পশ্চিম পটিয়া শাখার সহ সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, সহ–সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, ইউনিয়ন শাখার উপদেষ্টা মুস্তাফিজুর রহমান জসীম, ছাবের আহমদ সওদাগর, একিউএম মুসলেহ উদ্দিন প্রমুখ।
আশিয়া আবুল বশর ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে সাড়ে ৩শ’ হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হাজী আবুল বশর ফাউন্ডেশন। এসব পরিবারকে ইফতার সামগ্রী হিসেবে মুরগি, ছোলা, চিনি, চিড়া মুড়ি, বাংলা সেমাই সয়াবিন তৈল প্রদান করা হয়। গত সোমবার সকালে এ উপলক্ষে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মো. বেলাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বখতিয়ার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরী, প্রধান বক্ত ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, সহ–সভাপতি লিটন মজকুরী, ফাউন্ডেশনের সদস্য হেলাল উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন মানিক, উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর, মোঃ ফোরকান, মহিউদ্দিন, মোহাম্মদ মাসুদ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন মাহে রমজান সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ্র নিকট প্রার্থনা করা এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো মাহে রমজানে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা!
উত্তর পাহাড়তলী ৯ নং ওয়ার্ড : ১১ মার্চ উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ ৫০০ পরিবারের মাঝে আলহাজ্ব ইসহাক নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও সেহরি সামগ্রী বিতরন করা হয়। নগরীর ইসহাক নুর ভবনে এই উপহার সামগ্রী বিতরণ করেন ইসহাক নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র চেয়ারম্যান ইদ্রিচ মোহাম্মদ নুরুল হুদা, পরিচালক মোঃ জাওহার মোক্কাদ্দেছ, রিদোয়ান মুহাম্মদ মিনহাজুল হুদা, সৈয়দা আমিরা নুর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দোহাজারী : চন্দনাইশ প্রতিনিধি জানান, আসন্ন মাহে রমজান উপলক্ষে চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৭০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রি বিতরণ করেন ব্যবসায়ী আবদুল নবী খান। গত শুক্রবার বিকেলে দোহাজারী খানবাড়িস্থ নিজ আঙ্গিনায় প্রথম পর্যায়ে এসব ইফতার সামগ্রি বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, বর্তমানে অনেক হতদরিদ্র পরিবার রয়েছে, যাদের বাজার করার ক্ষমতা নাই। অনাহারে অর্ধাহারে থেকে পবিত্র মাহে রমজান পালন করতে হয়। তাই সিয়াম সাধনার এই মাসে সকল বিত্তবানদের উচিত সমাজের হতদরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। ইফতার সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর, সাবেক মেম্বার এসএম জামাল উদ্দীন, মো. জসিম উদ্দীন, আবদুস সবুর খান, মাও. আবদুল গফুর খান, আবদুল করিম খান প্রমুখ।