চট্টগ্রামে জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা

বাংলাদেশ-শ্রীলংকা ১ম ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

সিলেটে টিটোয়েন্টি সিরিজ হেরে চট্টগ্রামে আসা টাইগাররা শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে আজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলংকার প্রথম ওয়ানডে ম্যাচটি আজ শুরু হবে দুপুর আড়াইটায়। টিটোয়েন্টি সিরিজ হারা বাংলাদেশ জয় দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে চায়। গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, আত্মবিশ্বাস পেতে হলে আমাদের ভালো শুরু করতে হবে। আশা করি আমরা নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারবো। শ্রীলংকা দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই দারুন কিছু। আমি যেমনটি টিটোয়েন্টি সম্পর্কে বলেছিএটি খুবই ভাল দিক ছিল এবং আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি ওয়ানডে সিরিজেও একই প্রত্যাশা করছি। ওয়ানডে সিরিজেও জিততে চাওয়া শ্রীলংকান কোচের বিশ্বাস সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ জয় তাদেরকে মোমেন্টাম এনে দেবে। তিনি বলেন, অবশ্যই এ সিরিজটি আমরা আরো বেশি গুরুত্বসহকারে নিচ্ছি এবং আমি নিশ্চিত উভয় দলই সেটা করবে। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশশ্রীলংকা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লংকানরা ৪২টি জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ বাংলাদেশ সফরটি শ্রীলংকার জন্য হতাশার ছিল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২১ ব্যবধানে হেরেছিল লংকানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে শ্রীলংকা। এ ছাড়াও বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়ের নজির আছে লংকানদের। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪টি ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলংকা। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের চেয়ে শ্রীলংকাই এগিয়ে। কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর পরিস্থিতি পাল্টে যায়। শ্রীলংকার আধিপত্য চুরমার করে বেশ কিছু ম্যাচ জিতেছে টাইগাররা। টিটোয়েন্টি সিরিজ হারলেও, শ্রীলংকার বিপক্ষে সামপ্রতিক ফলাফল বিবেচনায় ওয়ানডে সিরিজে ফেভারিট বাংলাদেশ। বাংলাদেশ আগেই দল ঘোষণা করলেও গতকাল বিকালের দিকে শ্রীলংকা তাদের দল ঘোষণা করে। ফাস্ট বোলার লাহিরু কুমারাকে ফেরানো হয়েছে দলে। ব্যাটিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসও জায়গা করে নিয়েছেন।

হতাশাজনক বিশ্বকাপের পর নিজেদের নতুন করে তৈরি করার মিশনে তারা। অভিজ্ঞ সিমার দুষ্মন্ত চামিরা ইনজুরিতে ছিটকে গেছেন। সবশেষ দুই ওয়ানডে স্কোয়াডে থাকা ব্যাটার শেভন ড্যানিয়েলও বাদ পড়েছেন। দাসুন শানাকার জায়গা হয়নি। মাথিশা পাথিরানা কিংবা তৃতীয় টিটোয়েন্টি জয়ের নায়ক নুয়ান থুশারা বাদ পড়েছেন। পেস আক্রমণে প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা এবং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও জানিথ লিয়ানাগেকে রেখেছে তারা।

স্পিনে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ ঠিকশানা সম্ভবত একাদশে খেলবেন। বিকল্প হিসেবে রাখা হয়েছে আকিলা ধনঞ্জয়া ও দুনিথ ভেল্লালাগেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ বেলা আড়াইটায় শুরু হলেও শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল দশটায়।

পূর্ববর্তী নিবন্ধজাইদি ও অতি সাধারণ খেজুরের দাম বেঁধে দিলো সরকার
পরবর্তী নিবন্ধ২০০১ সাল থেকে আয়োজন নেই কোনো ভেদাভেদ