লোভ করেননি নুরুল হক, লাভও বেশি করেননি

প্রতি পিস লেবু বিক্রি করলেন ১০ টাকায়

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সর্বত্র হাটবাজারে এখন একটি লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। ১০টি লেবু কিনলেও এক টাকা কম নিচ্ছেন না বিক্রেতারা। সেখানে মীরসরাই বাজারের বৃদ্ধ বিক্রেতা নুরুল হক বিক্রি করছেন ১০ টাকায়।

রমজান শুরু হওয়ার আগের দিন ও গতকাল প্রথম রোজার দিন সত্তরোর্ধ্ব নুরুল হক প্রতি পিস লেবু বিক্রি করেন ১০ টাকায়। লেবুর সাইজও ছোট নয়। একই সাইজের লেবু অন্যরা একই বাজারে বিক্রি করছেন প্রতি পিস ২০ টাকায়। বারইয়ারহাট, বড়তাকিয়া, মিঠাছরা আবুতোরাবসহ সর্বত্র এখন প্রতি পিস ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মীরসরাই পৌরবাজারের কলেজ রোডে চৌধুরী মার্কেটের সামনে লেবু বিক্রি করছেন নুরুল হক। কেন কম দামে লেবু বিক্রি করছেন? জানতে চাইলে তিনি বলেন, আমি হেঁয়াকোরামগড় এলাকা থেকে লেবু আনি। কিছু লেবু আগের কেনা ছিল। তাছাড়া কেনা পড়েছে ৮ টাকা করে। খরচসহ ২ টাকা লাভ করলে চলবে। রমজানে কম দামে মানুষকে লেবু দিতে পারছি, ভালো লাগছে। লেবুর দাম বাড়ার কারণ জানতে চাইলে মীরসরাই উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, আজ আমি ৪টা লেবু ৮০ টাকা দিয়ে কিনেছি। এখন লেবুর ফুল ফুটছে। এই মৌসুমে পাহাড়েও লেবু থাকে না। কিন্তু বাজারে লেবুর চাহিদা বেশি। কোনো কোনো চাষির আগাম চাষের লেবু আছে বলে কিছু পাওয়া যাচ্ছে। তাই দাম চড়া।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান ডাকছে বলে মহিলার টাকা, স্বর্ণ ও মোবাইল ছিনতাই
পরবর্তী নিবন্ধ১০ ব্যক্তিকে জরিমানা, অর্ধশত স্থাপনা ও হকার উচ্ছেদ