আনোয়ারায় আবারও ৬ ঘরে আগুন, পুড়ে সব শেষ

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:১৩ অপরাহ্ণ

আনোয়ারায় আবারও হাইলধর ইউনিয়নে আগুনের লাগার ঘটনা ঘটেছে। এতে ৬ পরিবারের ১৫ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৭ টার সময়ে আগুন লেগেছে বলে জানা যায়। হাইলধর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালঘর গ্রামের যোগীপাড়ার নেপুথি মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- সুনীল নাথ (৫৫), সেনাপতি নাথ (৬০), বাবুল নাথ (৬৫), সুজিত নাথ (৬০), সনজিৎ নাথ (৫০), রেবতি চরণ নাথ ও বিভুতিচরণ নাথ।

ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা সন্ধ্যায় দেওয়া পূজার আসন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসইনু মারমা বলেন, আগুনের সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আমাদের দুইটি ইউনিট কাজ করে প্রায় ২ ঘন্টার মত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে প্যানেল চেয়ারম্যানের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা
পরবর্তী নিবন্ধবাজারে মুরগী কিনতে গিয়ে টমটমের ধাক্কা, মহেশখালীতে শিশুর মৃ’ত্যু