ইউরোপের আল্পস পর্বতের সুইজারল্যান্ড অংশে (সুইস আল্পস) স্কি করার সময় ছয়জন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে বড় ধরনের এক অনুসন্ধান অভিযান শুরু করা হচ্ছে। শনিবার তারা সুইস আল্পসের বিখ্যাত ম্যাটারহর্ন পর্বত সংলগ্ন শহর জারমাত থেকে সুইজারল্যান্ড–ইতালির সীমান্ত অঞ্চলের আরোল্যার দিকে স্কি সফরে গিয়েছিলেন। তারা ৩৭০৬ মিটার উচ্চ তেতে ব্লাংকে পর্বতের কাছাকাছি কোথাও গিয়ে হারিয়ে যান, জানিয়েছে বিবিসি। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই রুটের উভয় পাশের সব উদ্ধারকারী দলগুলোকে ঘটনাটি জানানো হয়েছে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় অভিযান বিঘ্নিত হচ্ছে।
সুইজারল্যান্ড পুলিশ জানিয়েছে, নিখোঁজদের সবাই সুইস নাগরিক, তাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে। কয়েকদিন ধরে আল্পস পর্বত এলাকায় ঝড়ো বাতাস বইছে আর গত ২৪ ঘণ্টায় সেখানে ভারি তুষারপাত হয়েছে। তুষারের কারণে জারমাতের নিকটবর্তী শীতকালীন অবসরযাপন কেন্দ্র সাস–ফির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। জারমাতের এয়ার রেসকিউ পরিষেবার প্রধান অঞ্জন ট্রফার জানিয়েছেন, এখন আবহাওয়া এতো খারাপ যে ওড়ার কথা চিন্তাই করা যায় না। প্রবল ঝড়ো বাতাস বইছে, ভারি তুষারপাত হচ্ছে। এ সময় তুষার ধসের সম্ভাবনাও খুব বেশি আর দৃশ্যমানতা প্রায় নেই।











