কেপিএম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কেপিএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১১ মার্চ অনুষ্ঠিত হয়। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হাকিম প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএম মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস দিলারা পারভীন, কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, কেপিএমের প্রধান প্রকৌশলী আবুল কাশেম রনি, জিএম (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, জিএম (এফআরএম) আলী আহমদ, প্রশাসন বিভাগের কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, মাহফুজ আরা মিতু, বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা মো. এনামুল হক এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেপিএম স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরাস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবদুল হাকিম।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআহম্মদ উল্লাহ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত