চট্টগ্রাম বিভাগের পরিবেশ সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

পরিবেশ বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চট্টগ্রাম বিভাগের পরিবেশ সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। গত রোববার এ্যাডভোকেট রাণা দাশ গুপ্তের সভাপতিত্বে দিনভর পরিবেশকর্মীদের সমারোহে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন ভরপুর ছিলো।

পরিবেশ সংগঠক ও সাংবাদিক শারুদ নিজামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ধরা চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন ধরা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল। বিশেষ অতিথি ছিলেন ধরা কেন্দ্রীয় সহ আহ্বায়ক এম এস সিদ্দিকী, সদস্য আব্দুল করিম, সদস্য ইকবাল ফারুক, প্রফেসর ইউনুস হাসান, চট্টগ্রাম বন বিভাগের পরিচালক মোল্যা রেজাউল করিম। পরিচিতি পর্ব শেষে ‘প্রকৃতি, পরিবেশ এবং পার্বত্য চট্টগ্রাম : জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়’ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অর্জন চাকমা ও বিধান চাকমা। তারা পার্বত্য চট্টগ্রামের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং এ থেকে পরিত্রাণের উপায় তুলে ধরেন। বন্দর নগরী চট্টগ্রাম বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন চবি ভূগোল বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার। তিনি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা, ভূমিধ্বস, অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিপর্যয়, পাহাড় ধস ও সুপেয় পানির বিষয় ও এর থেকে পরিত্রাণের উপায়সমূহ তুলে ধরেন। চট্টগ্রাম শহরের বায়ুদূষণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন স্যার মরিস ব্রাউন স্কুলের শিক্ষিকা নাজমা ইয়াসমিন। কক্সবাজারের পেকুয়া থেকে প্রবন্ধ উপস্থাপন করেন দেলোয়ার হোসাইন। চট্টগ্রাম নগরীর যানজট, ফুটপাথ দখল ও সুপেয় পানির সমস্যা নিয়ে আলোচনা করেন ফুলকলি গ্রুপের জিএম এম এ সবুর। দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পরিবেশ ও প্রতিবেশের উপর প্রতিবেদন উপস্থাপন করেন শহিদুল ইসলাম। চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর পরিচালক মোল্যা নজরুল ইসলাম পরিবেশ রক্ষায় দৈনন্দিন নাগরিক জীবনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোকপাত করেন। চুনতি অভয়ারণ্য বিষয়ক বিস্তারিত আলোকপাত করেন চুনতি গবেষক সানজিদা রহমান। কঙবাজারের পরিবেশ নিয়ে আলোচনা করেন ফজলুল কাদের চৌধুরী। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল ধরা কেন্দ্রীয় কমিটির পক্ষে এডভোকেট রানা দাশগুপ্তকে ধরা চট্টগ্রামের আহ্বায়ক ও শারুদ নিজামকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাউজানে বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন