বেতার একটি সুস্থ ও শক্তিশালী গণমাধ্যম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে তৎকালীন কুষ্টিয়া জেলার মুজিবনগর ছিল বাংলাদেশের অস্থায়ী রাজধানী। এ জেলার রয়েছে গর্ব করে বলার মতো অনেক সাংস্কৃতিক ঐতিহ্য। অথচ এ জেলায় বাংলাদেশ বেতারের কেন্দ্র নেই, বিষয়টি ভাবতেই কষ্ট হয়। ভৌগোলিকভাবে কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের একেবারেই শেষপ্রান্তে অবস্থিত। এখান থেকে খুলনা বেতারকেন্দ্রের অনুষ্ঠান একরকম শোনা গেলেও রাজশাহী বেতারকেন্দ্র, ঢাকা ‘খ’ ও ‘গ’ বেতারকেন্দ্রের অনুষ্ঠান শোনা যায় একেবারেই অস্পষ্ট। অপরদিকে ভারতের কলকাতা কেন্দ্রের অনুষ্ঠানও অস্পষ্টভাবে শোনা যায়। এখানে বাংলাদেশ বেতারের একটি কেন্দ্র স্থাপন করলে বৃহত্তর কুষ্টিয়া ও এর আশপাশের জেলা থেকে বহু প্রতিভা তৈরি হবে। সরকারও বিপুল পরিমাণে রাজস্ব অর্জন করতে পারবে। কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন, বাউল সম্রাট ফকির লালন সাঁই, বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতিধন্য এ জেলা। বর্তমান ডিজিটাল যুগে বসবাস করেও আমরা বেতারের পরিপূর্ণ সেবা থেকে বঞ্চিত। আমরা বেতারের পরিপূর্ণ সেবা উপভোগ করতে চাই।
সুতরাং, সার্বিক দিক বিবেচনা করে অবহেলিত কুষ্টিয়াতে বাংলাদেশ বেতারের একটি কেন্দ্র স্থাপন করে এ অঞ্চলের মানুষের বহুদিনের আশা পূরণ করার জন্য মাননীয় তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
মো. মোশতাক মেহেদী
ডি/৩৯৩, সোনার তরী,
হাউজিং এস্টেট, কুষ্টিয়া।