সিআইইউতে নারীরা পড়ালেখা এবং কর্মস্থল–দুই জায়গাতেই সমানতালে পুরুষের চেয়ে এগিয়ে আছে। এই বিশ্ববিদ্যালয়ের ১০০ ভাগ শিক্ষার্থীর ভেতর ৫৮% ছাত্রী বর্তমানে উচ্চশিক্ষায় অধ্যয়ন করছেন। শুধু তাই নয়, কর্মস্থলেও শিক্ষকতা, ডিন, রেজিস্ট্রারসহ এই প্রতিষ্ঠানের বড় পদগুলোতে রয়েছে অভিজ্ঞ নারীদের জয়জয়কার।
গতকাল রোববার জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, নারীর আত্মপরিচয়–ই তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীরা এখন যথেষ্ট সাফল্য বয়ে আনছে। প্রতিটি সেক্টরে তাদের অবাধ বিচরণই বলে দিচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ হবে ‘দুরন্ত বাংলাদেশ’।সার্মেন রড্রিক্সের সঞ্চালনায় একে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব ল’র সহকারি ডিন নাজনীন আক্তার, সিআইইউর ফ্যাকাল্টি মেম্বার– ড. রোবাকা শামসের, সহকারি অধ্যাপক লিমা সেন গুপ্ত, প্রভাষক তামান্না বিনতে জামান, জ্যেষ্ঠ গ্রন্থাগারিক সাকিনা সুলতানা,আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












