ফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার নিবাসী ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আজিমনগরস্থ আবাসিক ভবনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষ যে আমার উপর আস্থা রেখে ভোট দিয়েছে আমি যেন সে আস্থা রক্ষা করে মানুষের জন্য কাজ করতে পারি এজন্য সবার সহযোগিতা চাই।প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সহসভাপতি হাজী মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সুপার আনোয়ার হোসেনের সঞ্চালানায় এতে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সোয়েব আল ছালেহীন, সৈয়দ মোহাম্মদ বাকের, বখতেয়ার সাঈদ ইরান, মোহাম্মদ সফিউল আলম, কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান, ইউপি সদস্য মোহম্মদ তৌহিদুল আলম, ইউপি সদস্য আশরাফুজ্জামান বাবু।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক শ্রম সংস্থার অধিবেশনে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধসিআইইউর ৫৮% শিক্ষার্থী নারী