সাতকানিয়ায় মাদকাসক্ত অবস্থায় চোলাই মদসহ গ্রেপ্তারকৃত দুই যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন নয়ন ধর (৩৪) ও রুবেল দাশ (২৮)।
গত শনিবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তারের পর গতকাল রবিবার সকালে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। দণ্ডপ্রাপ্ত নয়ন ধর বোয়ালখালীর পূর্ব গোমদন্ডীর শম্ভু ধরের পুত্র এবং রুবেল দাশ আনোয়ারার জয়কালীর হাট শংকর বাবুর বাড়ির মৃত সমীরন দাশের পুত্র।
পুলিশ জানায়, শনিবার দিন রাতে বান্দরবান থেকে চোলাই মদ নিয়ে মোটরসাইকেল যোগে বাজালিয়ার বুড়ির দোকান থেকে ধর্মপুর হয়ে যাওয়ার সময় মাদকাসক্ত অবস্থায় দুই জনকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে গতকাল সকালে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃত দুই আসামি মাদক সেবন ও বহনের কথা স্বীকার করেছে। এজন্য দুই জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে উদ্ধারকৃত চোলাই মদ আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান, মাদকাসক্ত অবস্থায় চোলাই মদসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।












