পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ‘চ্যালেঞ্জেস এন্ড অপর্চুনিটিজ অফ রিসার্চ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু বিল্ড স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার গতকাল রোববার কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন চবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান তৌফিকা আমরীন। সেমিনারে সিএসই বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












