রাউজানে দুর্ধর্ষ ডাকাত জানে আলমকে (৩৯) অস্ত্রসহ আটক করেছে র্যাব–৭। গত শনিবার রাত পৌনে ১০টার দিকে কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বিহারের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকার আাজিজুল হক মুন্সির ছেলে। র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বিহারের সামনের পাকা রাস্তা থেকে জানে আলমকে আটক করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে জানে আলমসহ আরও দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে জানে আলমকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি দেশি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি বলেন, জানে আলম চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাউজান ও হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি, হত্যাচেষ্টা এবং অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রাউজান থানায় সোপর্দ করা হয়েছে।












