বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তে অবস্থিত কনস্ট্রাকশন ওয়্যার হাউজের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনের (পরিত্যক্ত) মেয়াদ উত্তীর্ণ মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর টানেল কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ফায়ার ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। টানেল কর্তৃপক্ষ জানিয়েছে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর উপ–সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং বঙ্গবন্ধু টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন।
টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, গতকাল দুপুর দেড়টায় বঙ্গবন্ধু টানেলের বাহিরে আনোয়ারা প্রান্তে টানেলের কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদামে আগুন লাগে। ঘটনার পর টানেলের নিজস্ব ফায়ার ইউনি ও নৌবাহিনীর ফায়ার ইউনিট যৌথভাবে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বড় ধরনের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তদন্ত কমিটি গঠন করা হবে।