চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণের গলিত ১টি বার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ৪ লাখ ২ হাজার টাকা উদ্ধাসহ লিটন চক্রবর্তী (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুরের দিকে চান্দগাঁও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসের ২০ তারিখ রাতে অজ্ঞাতনামা চোর মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইনের চান্দগাঁও আবাসিকের শাখাওয়াত ভিলার ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ২২ লক্ষ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ১টি আইফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চাঁন্দগাও থানার মামলা দায়ের করা হয়।
গত মাসের ২৭ তারিখ ওই মামলা সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামি নুরুল হক বাবুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিলো।
চান্দগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলম খাঁন দৈনিক আজাদীকে বলেন, গতকাল রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকা থেকে আসামি লিটন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই আসামির দেওয়া তথ্য মোতাবেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকা থেকে মামলার ঘটনায় চুরি হওয়া স্বর্ণের ১টি গলিত বার, যার ওজন অনুমান ২ ভরি এবং স্বর্ণ বিক্রয়ের বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।