নগরীতে কু’খ্যাত মাদক ব্যবসায়ী নেজাম গ্রেফতার

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নেজামকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

৯ মার্চ রাত ১১টার দিকে চান্দগাঁও থানার এসআই লুৎফর রহমান সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নেজামকে ২ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ১১শ টাকাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক মামলাসহ মোট ৬ টির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে দুই দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধরাউজানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৬ মামলার আসামি গ্রেফতার