শ্রুতিঅঙ্গনের যুগপূর্তি উচ্চাঙ্গসংগীত সম্মিলন

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

শাস্ত্রীয়সংগীত যেমন কণ্ঠ সাধনার ভিত্তি, তেমনি একটি নিজস্ব সংগীত ধারাও বটে। গত ৭ মার্চ নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সদ্য প্রয়াত ভারতীয় রাগসংগীতের দিক্‌পাল গায়ক উস্তাদ রশিদ খান স্মরণে যুগপূর্তি উচ্চাঙ্গসংগীত সম্মেলনের আয়োজন করে শ্রুতিঅঙ্গন বাংলাদেশ। প্রিয়ম কৃষ্ণ দে ও প্রণিতা দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা সম্পাদক লিটন দাশ। উদ্বোধক প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, শুদ্ধ সংগীতের বাণী ও সুরের মুছর্না কল্পনা শক্তির বিকাশ ঘটিয়ে মুক্তমনের আলোকিত জীবন গঠনে ভূমিকা রাখে। বিশেষ অতিথি ছিলেন ভাস্কর ও প্রাবন্ধিক ডি.কে দাশ (মামুন)। সভাপতি প্রফেসর বেণু কুমার দে বলেন, উচ্চাঙ্গসংগীত আমাদের সংস্কৃতির গৌরব চিহ্ন। ২য় পর্বের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বোলনের মাধ্যমে সংগীতজ্ঞ আজাদ রহমানের রচনায় ও লিটন দাশ’র পরিচালনায় ইমন রাগে বাংলা খেয়াল কর মানব হওয়ার সাধনা, কর সুর, তাল সংগীতে আরাধনা, ও পটদীপ রাগে বাংলা খেয়াল, সবার উপরে মানুষ সত্য গাও মানুষের জয়গান, শিবরঞ্জনী রাগে বাংলা খেয়াল, ‘তোমার মমতার ঋণ সুধীবো কি করে’ এবং আড়ানা রাগে বাংলা খেয়াল, ‘বাংলাদেশ বাংলাভাষা রক্ত দিয়ে কিনেছি’ পরিবেশন করেন শ্রুতিঅঙ্গনের প্রায় ৭০ জন শিল্পীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমেয়ের সঙ্গে অভিনয়ে শাহরুখ নির্মাতা ছেলে আরিয়ান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সুপার লিগ ক্রিকেটে সৈয়দবাড়ি ভাইকিংস চ্যাম্পিয়ন