মঞ্চ নাটক এবার ওটিটিতে

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপি সিনেমা এবং বিভিন্ন সিরিয়াল প্রচারের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম। বাংলাদেশেও গড়ে উঠেছে বেশ কয়েকটি ওটিটি প্লাটফর্ম। এবার ওটিটিতে মঞ্চ নাটক প্রচারের ভাবনা নিয়ে এসেছে আইস্ক্রিন। এমন একটি পরিকল্পনা সাজিয়েছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্মটি। অবশ্য দেশের টেলিভিশনের পর্দায় মঞ্চ নাটক দেখানোর সূচনা করেছিল বাংলাদেশ টেলিভিশন। এখনো মাঝে মাঝে মঞ্চ নাটক দেখানো হয় বিটিভিতে। খবর বিডিনিউজের।

এবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইও তাদের পর্দায় মঞ্চ নাটক দেখানোর সঙ্গে সঙ্গে ওটিটিতেও দেখানোর পরিকল্পনা করেছে। ওটিটিতে মঞ্চ নাটক, চ্যানেল আইতে মঞ্চ নাটক, মঞ্চ নাটক দেখুন, নাট্যকর্মীদের সাথে থাকুন, মঞ্চ নাটক সত্যি কথা বলে’ স্লোগান নিয়ে শুরু হয়েছে প্রকল্পটি।

গতকাল শনিবার চ্যানেল আই স্টুডিওতে আয়োজনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উদ্যোগটির পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের এডিশনাল ইডি আমীরুল ইসলাম ও মঞ্চ নাটক নিয়ে উদ্যোগের প্রকল্প প্রধান শহীদুল আলম সাচ্চু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নাট্যকার, নির্দেশক অভিনেতা মামুনুর রশীদ, অভিনেত্রী লাকী ইনাম, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, আমরা একটি খারাপ সময়ে এসে পড়েছি, সংস্কৃতির চর্চাটা কমে গেছে। নাটক বাছাইয়ের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর কথা না ভেবে মান বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
পরবর্তী নিবন্ধমেয়ের সঙ্গে অভিনয়ে শাহরুখ নির্মাতা ছেলে আরিয়ান