আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গত ৮ মার্চ মোহরাস্থ বিভাগীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ৩০০ প্রবীণ, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং এ কে খান এন্ড কোং এর পরিচালক এ কে শামসুদ্দীন খান।
সভাপতিত্ব করেন সহ–সভাপতি মতিলাল দেওয়ানজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, সহিদ সরোয়ার খান, হাবিবুর রহমান চৌধুরী, ডা. বিল্পব কুমার দেওয়ানজী, হাজী আবু তাহের। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রধান উদ্দেশ্যই হচ্ছে প্রবীণ, অসহায়, ও দুস্থদের সেবা প্রদান করা। ভবিষ্যতে ও এধারা অব্যাহত থাকবে বলে তারা জানান। প্রেস বিজ্ঞপ্তি।