খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা সুন্দর সমাজ গড়তে ভূমিকা রাখে

ওব্যাটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

খুলশীস্থ ওব্যাট জুনিয়র হাই স্কুলের পুরস্কার বিতরণ গত ৫ মার্চ অনুষ্ঠিত হয়। আনোয়ার খান আকমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য জাফর আলম। প্রধান আলোচক ছিলেন প্রয়াস স্কুলের অধ্যক্ষ লে.কর্ণেল মোহাম্মদ মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ কামাল উদ্দিন, সোহেল আক্তার খান, মোহাম্মদ লাবিব, নোমানুল্লাহ বাহার, মো.আব্দুল জলিল, বক্তারা বলেন, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। আর এর মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়।

এ লক্ষ্যে সমাজকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদেরকে হতে হবে সমাজের আলোকিত স্মরণীয় ও বরণীয় মানুষ। সফল মানুষের পদাঙ্ক অনুসরণ করতে হবে। পড়তে হবে সফল মানুষের জীবন কাহিনী। জানতে হবে তাদের জীবনের সফলতার গল্পগুলো। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় নতুন দুই ইউপি সদস্য এছাম ও মোজাম্মেল