নগরীর পাহাড়তলীর উত্তর কাট্টলীতে প্রস্তাবিত নতুন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের জায়গায় অস্থায়ী স্মৃতিসৌধ তৈরী কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আগামী ২৬ মার্চ সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হবে। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধের যাদুঘর নেই। এটা দুঃখের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের সময় এখানে (উত্তর কাট্টলীর প্রস্তাবিত জায়গা) একটি নতুন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও যাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় শীঘ্রই স্মৃতিস্তম্ভ ও যাদুঘর নির্মাণের কাজ শুরু করা হবে। আগামী ২৬ মার্চ পালনের জন্য আপাতত একটি অস্থায়ী স্মৃতিসৌধ তৈরীর কার্যক্রম চলছে। আগামী ১৭ মার্চের মধ্যে এটির কাজ শেষ হবে।










