কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে তাহসীন বাহার সূচনা বড় ব্যবধানে জয় পেয়েছেন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের প্রার্থী সূচনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর চেয়ে প্রায় ২২ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে জিলা স্কুল মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা শুরু করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। ঘোষিত ১০৫টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল অনুযায়ী তাহসীন বাহার সূচনা পেয়েছে ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। সূচনা ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সূচনা কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে। কুমিল্লার মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। গতকাল দিনভর ভোট শেষে সন্ধ্যায় কুমিল্লা জিলা স্কুলের ফলাফল পরিবেশন কেন্দ্রে এসে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে বললেন, আমি ইনশাআল্লাহ শতভাগ নিষ্ঠার সঙ্গে আমার কাজের মাধ্যমে এই ভালোবাসার ঋণ শোধ করব। এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বড় ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।
নির্বাচনের অন্য দুই প্রার্থীর মধ্যে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ভোট এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর–উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।
গতকাল ভোট শুরুর পর কুমিল্লায় কয়েকটি কেন্দ্রে গোলযোগে উত্তেজনা ছড়ায় কিছু সময় ও প্রার্থীদের অভিযোগ ছিল বেশি। তিন প্রার্থী তাদের এজেন্টদের বের করে দেওয়া এবং ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন সকাল থেকেই। এর মধ্যে এক কেন্দ্রের বাইরে গোলাগুলিতে দুজন আহত হন। পাশাপাশি ইভিএমে ভোট দিতে আঙুলের ছাপ না মেলা এবং ধীর গতিতে ভোটগ্রহণের অভিযোগ আসে।
বাইরে জটলা, ভেতরে সুনসান : বাইরে মোড়ে মোড়ে বাস মার্কার প্রার্থী তাহসীন বাহার সূচনার কর্মী–সমর্থকদের জটলা, আর ভেতরে সুনসান পরিবেশে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপ–নির্বাচনে ভোট দিয়েছেন নগরবাসী। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ের পক্ষে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এমন অবস্থানকে ভোটার ঠেকানোর ‘পাহারা’ হিসেবে বর্ণনা করেছেন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা।
কেন্দ্রের বাইরে জটলা থাকলেও যে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছাতে পেরেছেন, তারা খুব ভালোভাবে ভোট দেওয়ার কথাই বলেছেন। প্রিজাইডিং কর্মকর্তারাও বলেছেন, কেন্দ্রের চৌহদ্দীর বাইরে সমাগম নিয়ে তাদের কিছু করার নেই।
ভোটের সময়ে দুয়েক জায়গায় সহায়তার নামে ভোটার ছাড়া অন্যদের গোপনকক্ষে ঢুকে যেতে দেখা গেছে। একটি ভোটকেন্দ্রের ফটক অকারণে বন্ধ ছিল প্রায় আধা ঘণ্টা।
লাখ ভোটের ব্যবধানে জয়ী টিটু : বাংলানিউজ জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বড় ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। নির্বাচনে নগরের ১২৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট। অর্থাৎ ইকরামুল হক টিটু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়েছেন।
গতকাল রাত সাড়ে ৯টায় নগরের তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভোট গণনা শেষে বেসরকারিভাবে সংশ্লিষ্টরা এই ফলাফল ঘোষণা করেন।