হাটহাজারীতে আতশবাজির আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচ পরিবারের বসতঘর। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ জমাসেদ তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এই বাড়ির ইকবাল হোসেন লাভুর মেয়ের বিয়ের মেহেদী অনুষ্ঠান হয়। শুক্রবার রাতে ছিলো বিয়ের অনুষ্ঠান। রাতে বরকে বরণ করার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিলো। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার পর আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কনের ঘরসহ ৭ পরিবারের টিন ও বেড়া দিয়ে নির্মিত বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন রবিউল হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ সেলিম, রমজান আলী, কোরবান আলী ও দিদারুল আলম। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফরহাদাবাদ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান এস এম আযম বাবু অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিয়ের উৎসবের দিনে এই অগ্নিকাণ্ডে বিয়ের উৎসবের আনন্দ ম্লান হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে পারায় আশেপাশের অনেক ঘর বাড়ি ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।