বাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

আজাদী অনলাইন | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ১:৪০ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার ৪নং বাজারচড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার পর একজনকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মার্চ) সকালে ওই ইউনিয়নের বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় উচ্চ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল (২০) বাহারচড়া ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৌহিদ নামের ওই যুবক ভোটার একবার ভোট দেওয়া সত্ত্বেও আবার ভোট দিতে গেলে বিষয়টি টের পেয়ে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ওরশ থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে ছয়টি ঘর পুড়ে গেছে