সবার দোয়া-সহযোগিতায় সুন্দর ফটিকছড়ি বিনির্মাণ করতে চাই

বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি অনুষ্ঠানে এমপি সনি

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা২০২৩ ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও কাঞ্চন নগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি পরিষদের চেয়ারম্যান আবুল বশরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম২ আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

এ সময় তিনি বলেন, এ ফটিকছড়িকে আমি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব সরকার। ফটিকছড়িতে শিক্ষার হার শতভাগ করার জন্য কাজ করবো। এককথায় সবার দোয়া এবং সহযোগিতা নিয়ে আমি একটা সুন্দর ফটিকছড়ি বিনির্মাণ করতে চাই।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন মুহুরী। অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সহসভাপতি সাদাত আনোয়ার সাদি। বিশেষ আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান। বিশেষ অতিথি ছিলেন মোতাহার হোসেন বাবুল, মাঈনুল করিম সাউকি, সাহেদুল আলম, মো. আব্দুল মান্নান, মো. জামাল উদ্দিন, রায়হান রুপু, মোহাম্মদ শাহজাহান, মো. শফিউল আজম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকথা দিলাম দোয়া ও সমর্থনের যোগ্য সম্মান আমি রাখব
পরবর্তী নিবন্ধবোনের মৃত্যুর একদিন পরেই মারা গেলেন অভিনেত্রী