চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ও কোনাখালী ইউনিয়ন পরিষদের দুইটি ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে আজ শনিবার উপ–নির্বাচন অনুষ্ঠিত হবে। চকরিয়া উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের উপ–নির্বাচনে মোট তিন কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।
উল্লেখ্য, উপরোক্ত দুই ওয়ার্ড এবং অপর ইউনিয়ন চিরিঙ্গার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা মৃত্যুবরণ করলে তিন ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়। এরপর গত ২৪ জানুয়ারি বদরখালী, চিরিঙ্গা ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডের সদস্য পদে উপ–নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপ–নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলেও অপর দুই ইউনিয়নের দুই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।