প্রিয় চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদ গঠন

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় চট্টগ্রামের ২০২৪২৫ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। প্রিয় চট্টগ্রামের স্থায়ী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মেহেবুব আলী স্বাক্ষরিত কমিটিতে সমাজকর্মী নাফিজ মিনহাজকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। সহসভাপতি খুবাইবুর রহমান আসিফ, মোরশেদ আলম, আহসানুল ইসলাম সিকদার, যুগ্মসাধারণ সম্পাদক শাহরিয়ার সাকিব, সহসাধারণ সম্পাদক জামশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম রাজু। কমিটিতে আরো রয়েছেন সাজ্জাদ বিন আলম, মিফতাহুল ইসলাম রাফি, মোঃ আব্দুল্লাহ, জহিরুল ইসলাম, মোঃ আরিফুর, রহমান সাফায়াত, মুশফিকুল আজম, তোফাজ্জল হাসান এনাম, মোঃ ফাহিম রেজা, হাওলা বেগ, রাজিয়া আক্তার, মোঃ এসকান্দর নবী, মোঃ রাসেল, শফিকুল হাসান আজাদ, মোর্তজা আহমেদ নঈম, মায়মুনুর রশীদ নাহিদ, তাইমুম হাসান শুভ, শওকতুল ইসলাম, আবরার হাসনাত ফারহান, মোঃ আলফাজ উদ্দীন, নিলয় শীল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ওসমান গণি
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ছনুয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল আজ