বোয়ালখালীতে মুফতি আহমদ কবির আজিজীর বার্ষিক ওরশ

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বড় হুজুর হিসেবে পরিচিত হযরত শাহসূফি সৈয়দ মৌলানা মুফতি আহমদ কবির আজিজীর বার্ষিক ওরশ শরীফ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরশ উপলক্ষে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও বেঙ্গুরা সিনিয়ার মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও ফাউন্ডার রিপ্রেজেন্টেটিভ অধ্যক্ষ মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী (মা.জি.)। প্রধান বক্তা ছিলেনআল আমিন বারিয়া কামিল মাদরাসার সাবেক শিক্ষক মৌলানা নুর মোহাম্মদ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেনবেঙ্গুরা মাদরাসার উপাধ্যক্ষ মৌলানা নুরুল আলম, অধ্যাপক মৌলানা মোহাম্মদ উল্লাহ ছিদ্দিকী, প্রভাষক মৌলানা মোজাম্মেল হক মারুফ। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক চৌধুরী, আব্দুল খালেক চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের বড় শাহজাদা সৈয়দ রিদওয়ানুল কবির মুহিব ও ছোট শাহজাদা সৈয়দ রিয়াদুল কবির মুরাদ, লেখক, সংগঠক ও সাংবাদিক এম.ইউছুপ রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শিব চতুর্দশীব্রত উৎসব
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প