হাটহাজারী সরকারি কলেজে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারী সরকারি কলেজে দু’দিনব্যাপী (৬ ও ৭ মার্চ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সদন বিতরণ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপাধ্যক্ষ গুল মোহাম্মদের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার ও সনদ বিতরণ করেন। এর আগে অধ্যক্ষ কলেজের উপাধক্ষ ও শিক্ষক পরিষদ নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এদিকে, কলেজের সহকারী অধ্যাপক আবু মুছা মো. মামুন, প্রভাষক সৈয়দা নারগিস সুলতানা, হুরআনে জান্নাত ও মুহাম্মদ তসলিম উদদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক আবদুল্লাহ আল আহসান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনজুর আলী তালুকদার, মো. জহির উদ্দিন, মো. সামছুল আলম, মো. আফজাল হোসেন, মো. শফিকুল ইসলাম খান, মো. সাইফুদ্দিন চৌধুরী ও কাজী মো. জয়নুল আবেদীনসহ অন্যান্য শিক্ষক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড চট্টগ্রাম কেন্দ্রের র‌্যালি
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ