দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুনী স্নান উদ্যাপন পরিষদের সাধারণ সভা গত ১ মার্চ সার্বজনীন মহাশশ্মান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বারুণী স্নান উদযাপন পরিষদের সভাপতি অলক নাথ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সীতানাথ ভৌমিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুকান্ত ধর। সভায় আসন্ন বারুণী স্নান উৎসব উপলক্ষে ব্যাপক প্রস্তুতি এবং বারুণী স্নানের স্থায়ী জায়গা বরাদ্দের বিষয়ে জোর দাবি জানানো হয়। সভায় আরো বক্তব্য রাখেন বারুণী স্নান পরিচালনা পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথ, উপদেষ্টা সুনীল বরণ দাশ, বাবুল দেবনাথ, ডা. ননী গোপাল দাশ, পুলিন চন্দ্র দাশ, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, সাবেক সভাপতি অনিল কান্তি নাথ, ডা. বিজন কান্তি নাথ, কালীপদ সরকার, সমর কান্তি দাশ, মিলন কান্তি দাশ, সুকান্ত দত্ত, মিনু রানী দেবী, বিউটি রানী দেবী, শান্তিপদ নাথ, লিটন দেবনাথ (লিখন), টিটু চৌধুরী, সুমন চৌধুরী, সমীরণ দাশ, প্রীতম মজুমদার, লিটন চন্দ্র দাশ প্রমুখ।