ভারতের সহকারী হাইকমিশনে নারী দিবস উপলক্ষে সংবর্ধনা

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

ভারতের সহকারী হাইকমিশন চট্টগ্রাম গতকাল আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়শা খান এমপি। অনুষ্ঠানে রাজনীতি, ব্যবসা, একাডেমিয়া, মিডিয়া, শিল্পকলা সামাজিকসাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মেডিকেল শিক্ষার্থী এবং বিভিন্ন পটভূমির বিশিষ্ট মহিলারা উপস্থিত ছিলেন। ওয়াসেকা আয়শা খান তার বক্তব্যে বাংলাদেশী নারীদের ভূমিকা ও কৃতিত্বের জন্য গর্ব প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন, গত এক দশকে বাংলাদেশ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল হয়েছে। আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রগতিশীল পদক্ষেপ নিচ্ছেন। অতিথিদের স্বাগত জানিয়ে সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন আন্তর্জাতিক নারী দিবসের আগে সর্বস্তরের নারীদেরকে উৎসবের শুভেচ্ছা ও শুভকামনা জানান। এসময় বিশিষ্ট নারী নেত্রীদের মধ্যে প্যানেল মেয়র আফরোজা কালাম, ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের অধ্যক্ষ শীলা মোমেন, সঙ্গীত ভবনের পরিচালক কাবেরী সেনগুপ্তা, দৈনিক বাংলার বুরোচিফ ডেইজি মওদুদ তাদের মতামত ব্যক্ত করেন। শেষে প্রমা অবন্তীর পরিচালনায় ওডিসি এন্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিক্ষাত্রীরা আনন্দদায়ক ঐতিহ্যবাহী ভারতীয় লোকনৃত্য দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শিল্পকলায় দিনব্যাপী শৈলী লেখক সম্মিলন
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণের কথা মাথায় রেখে ব্যবসা পরিচালনা করে ওয়েল গ্রুপ