পুড়ে গেল পরিত্যক্ত ট্রেনের ৪ বগি

রাতের নগরে তিন অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

রাতে নগরে তিনটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০ টার দিকে সদরঘাট থানাধীন স্ট্র্যান্ড রোড বাংলা বাজার এলাকায় রেলের বগিতে আগুনে লাগে। আগুনে পরিত্যক্ত যাত্রীবাহী ট্রেনের ৪টি বগি পুড়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা জানান, রেলের বগিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, বাংলাবাজার এলাকার রেলওয়ে এসআরবি স্টেশনে পরিত্যক্ত যাত্রীবাহী ট্রেনের ৩৪টি বগিতে আগুন লাগে। রাত সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরাও ঘটনাস্থলে আছি।

এর আগে গতকাল রাত ৮টার দিকে নগরীর ওয়াসা এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক। তিনি জানান, জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

অপরদিকে সন্ধ্যা ৬টার দিকে নগরীর চকবাজার থানাধীন বালি আর্কেডের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দোকানের কর্মীরা আগুন নির্বাপণ করে ফেলেন বলে জানান নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক নারী দিবস আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশিকে হত্যায় পাঁচ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি