কক্সবাজারে একদিনে তিন মৃত্যু

সড়ক দুর্ঘটনা-হাতির আক্রমণ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনা ও হাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া খাল থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত ব্যক্তির মরদেহ। এ নিয়ে কক্সবাজারে একদিনে তিন ব্যক্তির মৃত্যু হল। গতকাল বুধবার টেকনাফ, ঈদগাঁও ও উখিয়ায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বে গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়। তিনি দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার পুত্র।

পরিবারের বরাত দিয়ে নুরুল হাকিম নুকি নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছৈয়দ আলম একজন কাঠুরিয়া। বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বেচে সংসার চলতো তার। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে প্রাণ হারান।

একই দিন দুপুর সাড়ে ১২টায় উখিয়া কুতুপালং স্টেশনে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন চালকসহ পাঁচজন। নিহত মো. ইদ্রিস ওরফে মৌলভী ইদ্রিস (৪৭) উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ৫ ব্লকের সৈয়দ আহমদের ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ কায়ুকখালী খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানান টেকনাফ থানার ওসি ওসমান গণি। আনুমানিক ৪৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ধানের পোকা দমন ও শনাক্তে বসানো হল আলোক ফাঁদ
পরবর্তী নিবন্ধঢেমশা উচ্চ বিদ্যালয়ে কাল ফ্রি হার্ট ক্যাম্প