লোহাগাড়ার চুনতিতে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রায় ৩শ ফুট দূরে ছিটকে পড়েছে সিএনজিচালিত টেক্সি। গতকাল বুধবার দুপুর ২টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরেস্ট গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে গ্রামীণ সড়ক হয়ে মহাসড়কগামী একটি টেক্সি দোহাজারী–কক্সবাজার রেললাইনের উপর আটকা পড়ে। এই সময় কক্সবাজারমুখী পর্যটন এক্সপ্রেস আসতে দেখেও টেক্সিটি সরাতে পারেনি কেউ। ফলে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে টেক্সিটি প্রায় ৩শ ফুট দূরে গিয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে অদূরে গিয়ে ট্রেনটিও থেমে গিয়েছিল বলে স্থানীয়রা জানান।












