আনোয়ারা সরকারি কলেজে বসন্ত উৎসব

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

আনোয়ারা সরকারি কলেজে নানা আয়োজনে গতকাল বুধবার বসন্ত উৎসব উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সিরাজী,আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, শেখ আব্দুল্লাহ, ফারুক ইসলাম প্রমুখ। এতে কলেজের শিক্ষার্থীরা সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই উপলক্ষে আয়োজিত মেলায় বিভিন্ন প্রকারের গ্রামীন পিঠা প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিভিন্ন পিঠা স্টল পরিদর্শন করেন ।

পূর্ববর্তী নিবন্ধনির্ধারিত সময় অনুযায়ী বাস ছাড়তে বলায় পর্যটককে মারধর
পরবর্তী নিবন্ধলায়ন রফিক আহামদ মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজকে আলোকিত করেছেন