প্রিমিয়ার ক্রিকেট লিগে বন্দরের জয়রথ ছুটছেই

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে বন্দরের জয়রথ ছুটে চলেছে। গতকাল বুধবার কঙবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই অফিস দলের খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি ৭ উইকেটে সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে। এ নিয়ে নিজেদের টানা তিন খেলায় জিতলো বন্দর। অন্যদিকে সিটি কর্পোরেশন একাদশ নিজেদের তিনটি খেলাতেই পরাজিত হলো। গতকাল টসে জিতে সিটি কর্পোরেশন প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা ২১৬ রান সংগ্রহ করে। ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল আরাফাত খান মিথুনের সেঞ্চুরি। ১৩১ বল খেলে ১১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে তিনি ১০৭ রান করেন। এটি ছিল লিগের দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদের মধ্যে অধিনায়ক আবু নেওয়াজ লিখন ৪৬,সাজ্জাদ হোসেন ১৫,তানভীর হোসেন নান্না অপরাজিত ১৪ এবং হাবিবুর নবী সোহেল অপরাজিত ১৩ রান করেন। সায়েত উল আলম ৩৬ রানে এবং সজিব মিয়া ২৯ রানে ৩টি করে উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পান রনি ফয়সাল এবং ইফাদ বিন ইদ্রিস।

জবাবে বন্দরও ওপেনার জাহিদুজ্জামান খানের অনবদ্য সেঞ্চুরিতে ৩৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৯ রানে পৌঁছে যায়। জাহিদ ১০৩ বলে অপরাজিত ১৩৬ রান করেন ২১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে। এছাড়া ইকবাল বাহার ৪৮ এবং তারেক কামাল অপরাজিত ২৬ রান করেন। সিটি কর্পোরেশনের হাবিবুর নবী এবং রনি চৌধুরী ১টি করে উইকেট নেন। কঙবাজারে আজকের খেলায় অংশ নেবে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল এবং ইস্পাহানী স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম কুমিল্লায় শুরু