বাবা এখন কী করবো
আমরা তো মরবো।
অপশন দুটো
আগুনে ঝাঁপ বা ছাদ থেকে লাফ।
বাবা কোনটা কষ্টের?
হতবাক বাবা অদৃষ্টের!
বাবা কোনটা কষ্টের?
চোখের জল নিভাবে কি অনল।
বাবা কোনটা কষ্টের?
সেল্ফি যুগের লোক কাবাব বানানো
রোস্টে দেখাবে কি শোক।
বাবা কোনটা কষ্টের?
ভুলে আসার রোষ না
ভুলে যাওয়ার দোষ ।






