টেকনাফে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৭:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ-গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি।

নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানান তিনি।

তবে নিহতের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে ফুলে ফেঁপে যাওয়ায় ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

ওসি ওসমান গণি বলেন, বুধবার দুপুরে কায়ুকখালী খালে মাছ ধরছিলেন স্থানীয় জেলে আবুল হোসেন নামের এক ব্যক্তি। এক পর্যায়ে তিনি খালে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের হলদিয়া রাবার বাগানের ৫ একর এলাকা পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধজেল থেকে বের হয়েই চট্টগ্রাম আদালতের পেশকারের স্ত্রীর স্বর্ণের চেইন ছিনতাই