চট্টগ্রামে ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৫:৩৯ অপরাহ্ণ

ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল প্রকাশ লিটন (৩৬)কে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকা থেকে দীর্ঘ ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যা ব-৭।

বুধবার (৬ মার্চ) দুপুরের দিকে র্যা ব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে গত ৪ মার্চ তাকে গ্রেফতার করা হয়। শেরপুর জেলার নকলা থানাধীন চকপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে লিটন।

র্যা ব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে বলেন, শেরপুর জেলার নকলা থানার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল প্রকাশ লিটনকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে গ্রেফতার করা হয়ছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, আইন শৃঙ্খলা বাহিনী থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় বসবাস করে আসছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শেরপুর জেলার নকলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ মেম্বারের অনাস্থা