মুন্সী মিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

রাউজান নোয়াপাড়ায় মরহুম মুন্সী মিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ গতকাল সন্ধ্যায় এলিকো স্পোর্টস এরিনা মাঠে অনুস্‌িঠত হয়। এতে অংশগ্রহণ করে মুন্সী মিয়া পরিবারের সিনিয়র টিম বনাম জুনিয়র টিম। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ জসীম সিকদার। খেলায় সিনিয়র টিম ৮৬ গোলে জুনিয়র টিমকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন, সুমন সিকদার, লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার, এরপান সিকদার, রায়হান উদ্দিন রিপন, জামান মিরাজ, সাকিব, সামির, সাদ্দাম,ইরফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমঞ্চ মুকুট নাট্য সমপ্রদায়ের ৪১ বছরে পদার্পণ
পরবর্তী নিবন্ধস্কুল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলায় আগ্রহী ছাত্রীদের জ্ঞাতার্থে