সন্দ্বীপ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৬৮ পাকা ব্যারাক হাউজ হস্তান্তর নৌবাহিনীর

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাস্থ উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৬৮ টি পাকা ব্যারাক গতকাল মঙ্গলবার স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানে উদ্দীপ্ত প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ০৫ টি করে মোট ৩৪০ টি ইউনিট রয়েছে। যার প্রতি ইউনিটে একটি করে গৃহহীন পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুম সুবিধা। নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাকগুলো জেলা প্রশাসকের প্রতিনিধির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে বসত ঘরে আগুন
পরবর্তী নিবন্ধব্যস্ততম দোহাজারী স্টেশন রোডে সবজি বাজার ইজারা দেওয়া হবে!