কাপ্তাই–রাঙামাটি নতুন রোড পর্যটন সড়ক হিসেবে পরিচিত। এই সড়ক পথের পরতে পরতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া। এই সড়কের পাশেই রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই পথে রয়েছে ৪টি আকর্ষণীয় হোটেল–রেস্তোঁরা। পার্বত্য এই সড়ক পথকে সাধারণ জনগণের কাছে আরো আকৃষ্ট করে তুলতে রাঙ্গামাটি জেলা প্রশাসক সড়ক ঘেঁষে কাপ্তাই লেকের পাশে গড়ে তুলেছেন দৃষ্টি নন্দন ‘আই লাভ রাঙ্গামাটি’ পয়েন্ট। এসবের আকর্ষণে বিপুল সংখ্যক পর্যটক এবং সাধারণ জনগণ প্রতিদিন এই পথে চলাচল করেন।
কিন্তু বিগত কয়েকদিন ধরে সড়কের মাঝখানে একটি লোহার রড খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। চলার পথে দূর থেকে রডটিকে চোখে পড়ে না। কিন্তু খুব কাছে আসলে হঠাৎ রডটি চোখে পড়লে অনেকেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। ফলে ঘটছে দুর্ঘটনা।
গতকাল সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কাপ্তাই নৌবাহিনী সড়ক থেকে কাপ্তাই রাঙ্গামাটি নতুন সড়কে প্রবেশ করার কিছু দূরেই কামিলাছড়ি নামক স্থানে ঠিক সড়কের মাঝ বরাবর একটি রড দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেও রডটিকে ভাঙা সম্ভব হয়নি। সড়কের পাশেই আরো তিন স্থানে লোহার রড উপরে উঠে পড়ার উপক্রম হয়ে আছে। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা রডের সাথে ধাক্কা লেগে তিনজন মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন বলেও জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী মিলন চাকমা বলেন, গত এক মাস ধরে সড়কের উপর লোহার রডটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। অনেক গাড়ি এই রডের সাথে লেগে চরম ঝুঁকির মুখে পড়েছে। অটোরিকশা চালক মতিউর রহমান বলেন, যে স্থানে লোহার রডটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তার দুই দিকে গভীর খাদ। এই পথে চলাচলের সময় এই রডের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রডটি কেটে ফেলতে হবে। স্থানীয় জনগণ নিজ উদ্যোগে রডটি কাটার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কাটার মেশিনের প্রয়োজন বলেও স্থানীয়রা জানান। দ্রুত এই রডটি কাটতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় জনগণ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।