কর্ণফুলী থানার ইছানগরে আগুনে পুড়তে থাকা চিনির গুদাম দেখতে এসে শিল্পগোষ্ঠী এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বলেছেন, আগুন নেভার পর দুদিনের মধ্যে চিনি পরিশোধনে ফিরতে চান তারা। সোমবার বিকাল ৪টার দিকে কর্ণফুলী নদীর তীরে এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজের ১ নম্বর গুদামে আগুন লাগে। ২৫ ঘণ্টা পর গতকাল বিকালেও সেই আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। খবর বিডিনিউজের।
গতকাল দুপুরে আগুনে পুড়তে থাকা গুদাম দেখতে এলে সাংবাদিকরা সাইফুল আলম মাসুদের কাছে জানতে চান, এই অগ্নিকাণ্ডের প্রভাব রোজায় চিনির বাজারে পড়বে কিনা। উত্তরে তিনি বলেন, আমি পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসতাম ইম্পোর্ট করে, এ রকম সমস্যা হলে। আমি দেখে গেলাম।
দামে কোনো প্রভাব পড়বে কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা জানেন কিছু ব্যবসায়ী আছে, দুয়েকদিনের জন্য করে এরা। এগুলো ঠিক হয়ে যাবে। হয়তো দুয়েকদিন হবে আরকি। দুয়েকদিন পর তো আমার ডেলিভারি ঠিক হয়ে যাবে।
এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বলেন, আমার প্রোডাকশন চালু করব। আমার বানানো মাল আছে। ওইটা দিয়ে এক সপ্তাহ মিনিমাম চলবে। প্রোডাকশনে যাইতে লাগবে দুদিন। ইনশাল্লাহ আর সমস্যা হবে না। মালেরও সমস্যা নেই। মেইনলি আগুনটা নিভে গেলে হয়ে যাবে আমার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি ঘটনাস্থল ছেড়ে যান।












