হোটেল দ্য পেনিনসুলা থেকে উদ্ধারকৃত বিদেশি নাগরিকের মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে তিন সদস্যের একটি বোর্ড এই ময়নাতদন্ত সম্পন্ন করে। অপরদিকে পুলিশ পেনিনসুলা হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করেছে। ৯১৫ নম্বর কক্ষে কাউকে প্রবেশ বা বের হওয়ার কোন দৃশ্য সিসিটিভি ফুটেজে নেই বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলেও জানিয়েছেন চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন। পুলিশ বলেছে, পোল্যান্ডের নাগরিক জিদজিসোয়াহ মিশেল জেরিবা ‘বিগ স্টার’ নামের একটি কোম্পানির কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করছেন ২০১৮ সাল থেকে। গত ২৪ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামের কেন্ট পার্ক নামের একটি পোশাক তৈরি কারখানার তদারকি করতে এসেছিলেন। তিনি নগরীর জিইসি মোড়স্থ হোটেল দ্য পেনিনসুলার ৯১৫ নম্বর কক্ষে ওঠেন। সোমবার সকালে ওই রুম থেকেই বিজ ল মাইকেলের লাশ উদ্ধার করা হয়। ঘটনার ব্যাপারে চকবাজার থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। ঘটনার কোন মোটিভ বা ক্লু উদ্ধার না হলেও পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলেও থানা পুলিশ জানায়।








